মেহেরপুরে কচুবোঝাই ট্রলি উল্টে ৯ জন আহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে কচুবোঝাই ট্রলি উল্টে ৯ জন আহত হয়েছেন। মারাত্মক আহত আব্দুল মান্নানকে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন কচুবোঝাই একটি ট্রলি মেহেরপুরের দিকে আসার সময় বিপরীতগামী পাটখড়ি বোঝায় একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে কচুবোঝাই ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিআরোহী সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল মান্নান, হামিদুল ইসলাম, ওমর ফারুক, শাকিল, জানেরা খাতনু, ভানু খাতুন, শিরীনা খাতুন ও রাইহানুল আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত আব্দুল মান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।