জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন নবনির্বাচিত কমিটির কমান্ডার সামসুল আলম ছাত্তারের নিকট দায়িত্ব অর্পণ করেন।
দায়িত্বভার গ্রহণকালে নবনির্বাচিত কমিটির ডেপুটি কমান্ডার বদরউদ্দিন ও অন্যান্য ডেপুটি এবং সহকারী কমান্ডারদের মধ্যে আবুল কাশেম, আলাউদ্দিন, সুজ্জাত হোসেন, বাহার আলী, আব্দুল মোতালেব, আব্দুল লতিফ, মজিবুর রহমান, আব্দুল কাদের, মোজাফফর হোসেনসহ মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।