ইমরান খানের মৃত্যুর গুজব

 

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরকিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন- এমনগুজব পাকিস্তানসহ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে। হঠাৎ এমন খবরে উত্তেজনা সৃষ্টি হয় ইমরান ভক্তদের মনে। খবরযাচাই করতে খোঁজ নেয়া শুরু হয়। সার্চ চলে গুগলসহ নানা মাধ্যমে।

জানা যায়, সবই গুজব। সুস্থ শরীরেই বেঁচে আছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরাক্রিকেটার। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্বিগ্নরা।প্রসঙ্গত,১৯৭১সালে ১৯ বছর বয়সে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইমরানের। ১৯৮২সালে ৩০ বছর বয়সে পাকিস্তানের অধিনায়কত্ব পান তিনি। তার নেতৃত্বেই প্রথমবিশ্বকাপ জেতে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে৩৮০৭ রান ও ৩৬২টি উইকেট।

Leave a comment