যুদ্ধবিরতিব্যর্থ হলে ইসরাইলে অস্ত্র বিক্রি নিষিদ্ধ: বৃটেন

 

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনেরগাজায় হামাস এবং ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে তেলআবিবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে বৃটেন।লন্ডনহুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল যদি অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহতরাখে তাহলে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ১২টি লাইসেন্স বাতিল করতে বাধ্যহবে দেশটি।  যার আওতায় ট্যাংক,বিমান ও রাডারের যন্ত্রাংশসহ বিভিন্ন অস্ত্রসামরিক সরঞ্জাম বিক্রিও নিষিদ্ধ হবে।বৃটিশ বাণিজ্যমন্ত্রী ভিনসেক্যাবল বলেছেন, যে মানদণ্ডের ভিত্তিতে বৃটেন ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিকরে থাকে ওই ১২টি লাইসেন্স সেগুলো পূরণ করতে পারছে না। তাই প্রাথমিকভাবে  লাইসেন্সগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে মিসরের কায়রোয় হামাস-ইসরাইলেরআলোচনার ফলাফল দেখতে অপেক্ষা করছে লন্ডন। এছাড়া আবারো মারাত্মক যুদ্ধ শুরুহয় কি-না তাও দেখতে চায় দেশটি। আলোচনা ব্যর্থ হলেই কঠোর সিদ্ধান্ত নেয়া হতেপারে এ সম্পর্কে।