স্টাফ রিপোর্টার: টকশোতে অংশ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেননারায়ণগঞ্জের আলোচিত দু নেতা একেএম শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী।অনুষ্ঠান শেষে আইভীকে মারতে উদ্যত হয়েছিলেন শামীম। উপস্থিত লোকজন তাকে আগলেরাখায় কোনো অঘটন ঘটেনি। গত মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাতখুনের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য রাখেন দুজনই। আগের দিন জনপ্রশাসনমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে বক্তব্য দেয়ার পর আইভী বলেছিলেন সাত খুনেরপেছনে নারায়ণগঞ্জের গডফাদাররা জড়িত। টকশোতেও আইভী একই কথা বলে শামীমওসমানের প্রতি স্পষ্ট ইঙ্গিত করেন। কথা বলার এক পর্যায়ে শামীম ওসমান আইভীকেবেয়াদব-চুপ কর বেয়াদব বলে শাসাতে থাকেন। এসময় আইভীও শামীমকে উদ্দেশ্য করেবলেন, তুই বেয়াদব। শামীম ওসমান বলেন, যাকে আমি দেখি করাপশনের একজন নায়িকাহিসেবে তাকে অ্যাটাক করে বক্তব্য দিতে চাই না। এটা আমার রুচিতে বাধে।অনুষ্ঠানের বিরতিতে দু নেতা ফের বাদানুবাদে জড়ান। শামীম ওসমান আইভীকেবলেন, তুই নারায়ণগঞ্জে চল,তোরে দেখাইতেছি .।’ আইভীও বলেন, চলনারায়ণগঞ্জে…কী করবি?’ অনুষ্ঠানের আরেক অতিথি সাপ্তাহিক সম্পাদক গোলামমোর্তুজা তার ফেইসবুক স্ট্যাটাসে ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, অনুষ্ঠান শেষেকিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি (শামীম) মারতে ছুটেযাচ্ছিলেন। তাকে ধরে ঠেকানো হয়। শামীম ওসমান ওই সাংবাদিককে ব্যক্তিগতআক্রমণ বলেও তিনি উল্লেখ করেন।