টিপ্পনী

খবর (সাংবাদিকদের গালাগালি করে ক্ষমা চাইলেন মন্ত্রী)

সবার থেকে উনি হলেন ফেটো
লোকটা নাকি গোবরগনেশ মেটো
খাওয়ার আগে সবই করেন এঁটো
ইল্লুতে ভাব নোংরাগুলো ঝেঁটো।

ওনার মাথা বেজায় রকম তেলো
বারে বারে সব খানে হন খেলো
ওনার মুখে কথা যা হয় ঝেলো
বুঝে শুনে কাঁধের জোঁয়াল ঢেলো।

যাকে তাকে ক্ষেঁপে কষেন বেঁকো
ঘায়ের চোটে ঠোটে গরম হেঁকো
সাংবাদিকের ঘাড়ে বাঁধান এঁকো
সাবধানেতে ওনার খবর লেখো।