চুয়াডাঙ্গার নলবিলা-কোটালী সড়কের ধার থেকে বোমাসাদৃশ বস্তু উদ্ধার

 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার নলবিলা-কোটালী সড়কের আসাবুলের শ্যালোমেশিনের নিকট থেকে একটি বোমা কুড়িয়ে পেয়েছে শিশু সাগর। অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমাটি পানিতে ফেলে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোবাটি উদ্ধার করে নিয়েছে নিজ হেফাজতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নলবিলা গ্রামের চমেত মণ্ডলের ছেলে নাসির উদ্দিন গ্রামের মানিক মণ্ডলের ছেলে আসাবুলের নলবিলা-কোটালী সড়কের ধারের শ্যালোমেশিন থেকে কপির চারায় পানি দিচ্ছিলেন। জোহরের আযান শুনে নামাজ পড়ার জন্য নাসির শ্যালোমেশিন চালুরেখে বাড়ি চলে যান। এসময় একই গ্রামের ফটিক ও তার শিশু ছেলে সাগর (৫) ওই শ্যালোমেশিনের নিকট যায় এবং লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসাদৃশ বস্তুটি সাগর হাতে তুলে নেয়। সাগরের হাতে বোমাদেখে তার পিতা আঁতকে ওঠেন। বোমাটি পানির মধ্যে ফেলেদেন তিনি। খবর পেয়ে হিজলগাড়ি ক্যাম্পপুলিশ বোমাটি উদ্ধার করে হেফাজতে নেন।