ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হোমিও চিকিৎসক আনন্দ বিশ্বাস ও হানিফ নামে এক মাদকব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে মদ, রেকটিফাইট স্পিরিট উদ্ধার করা হয়। মাদক মামলায় আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ মাদক অভিযানের সময় মাদকব্যবসায়ী আব্দুল হানিফকে নতুন বাজার এলাকা থেকে বাংলা মদ ও রেকটিফাইট স্পিরিটসহ তাকে আটক করে। পরে পুলিশ শহরের সড়ক ও জনপথ অফিসের সামনে হোমিও ডাক্তার আনন্দকে তার দোকান থেকে বাংলা মদ ও রেকটি ফাইট স্পিরিটসহ আটক করে। সে দীর্ঘদিন ডাক্তারির পাশাপাশি বাংলামদ ও রেকটিফাইট স্পিরিট বিক্রি করতো। পুলিশ তার দোকানের মধ্যে থেকে ক্যালিফস বোতলে ভর্তি করে ও লেবেল লাগিয়ে রেকটিফাইট স্পিরিট বিক্রি করতো। এ সময় পুলিশ ৩০ বোতল রেকটিফাইট স্পিরিটও বাংলা মদসহ তাকে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।