এমপিওভুক্তির দাবিতে বঙ্গবন্ধুর মাজারে শিক্ষক সংগঠনের মানববন্ধনের চেষ্টা

 

সভাপতি-সেক্রেটারি ৩৭ শিক্ষক আটক : সন্ধ্যায় মুক্তি

স্টাফ রিপোর্টার: এমপিওভুক্তির দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে মানববন্ধন করতে গিয়ে আটক হন আটক হন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ৩৭ জন নেতাকর্মী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। অবশেষে সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

জানা গেছে, সারাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। কিন্তু সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ইতিবাচক সাড়া না দিলে সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে এমপিওভুক্তির দাবিতেগোপালগঞ্জসহ আশপাশের জেলা ও উপজেলার স্কুল, কলেজ ওমাদরাসার কয়েকশশিক্ষক বঙ্গবন্ধুর মাজারের সামনে সমবেত হন। বেলা ১১টার দিকে তারা মাজারের সামনে মানববন্ধনের চেষ্টা করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এশারত আলী ও সেক্রেটারি শফিকুল ইসলামসহ ৩৭ শিক্ষককে আটক করে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম শিক্ষকদের আটকের কথা স্বীকার করে বলেন, ‘১৫ আগস্ট সমাধিসৌধ কমপ্লেক্সে ভিআইপিদের সফরকে কেন্দ্র করেকঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধনের আয়োজনকরেছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের আটক করা হয়।’ পরে গতকাল সন্ধ্যায় আটক শিক্ষক নেতৃবৃন্দকে ছেড়ে দেয়া হয় বলে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন মাথাভাঙ্গাকে জানান।