১৯৭১-এর পরে পশ্চিমবঙ্গে যাওয়া বাংলাদেশিদের নাগরিকত্ব দাবি

মাথাভাঙ্গা মনিটর: ১৯৭১ সালের পর যেসব বাংলাদেশি নাগরিক উদ্বাস্তু হয়ে ভারতের পশ্চিমবঙ্গরাজ্যে আবাস গড়েছেন,তাদের নাগরিকত্বসহ রেশন কার্ড দেওয়ার দাবি করেছেউদ্বাস্তুদের সংগঠন ‘সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ’।বাস্তুহারাপরিষদের আয়োজনে গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে এ দাবি জানানোহয়।পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের অজিত গাঙ্গুলি ভবনে এসম্মেলন অনুষ্ঠিত হয়।২০০৩ সালে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি জোট সরকারেরআমলে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চের পরপরযেসব বাংলাদেশি উদ্বাস্তু হয়ে ভারতে পা দিয়েছেন, তাঁদের অনুপ্রবেশকারীহিসেবে চিহ্নিত করা হবে।