রয়েল এক্সপ্রেস ফুটবলটুর্নামেন্টেদলিয়ারপুর একাদশের জয়লাভ

 

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার কলাবাড়ি-রামনগর ফুটবলমাঠে রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টেরখেলায় দলিয়ারপুর একাদশ জয়লাভ করেছে।গতকাল বিকেল ৪টায় দলিয়ারপুর একাদশ ও চিৎলা একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেইমাঠে উপস্থিত থেকে উৎসাহিত করেনরয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীখেলা কমিটির সভাপতি সালাহ উদ্দীন,জুডানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, এনামুল কবীর জিপসী,সাইফুল ইসলাম,সহসভাপতি গোলজার রহমান,আব্দুল ওহাব,যুগ্মসম্পাদক শাহিনুজ্জামান,আলী হোসেন লাড্ডু,সাইদুর রহমান লিপু, মোল্লা রকিবুল্লাহ,খুরশিদ আলম, আল আমিন,আব্দুল ওহাব,শাহিনুজ্জামান,মামুন হোসেন,ইসরাইল হোসেন,মোস্তাফিজুর রহমান প্রমুখ।