ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিশের ১৫ দিনের কারাদণ্ডাদেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা সাবরেজিস্ট্রি অফিসের দু নকলনবিশের মধ্যে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গার পুরাতন বাসস্ট্যান্ডের দুর্গাচরণ ব্যানার্জীর ছেলে চন্দন ব্যানার্জী ও আনান্দধামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ হিসেবে কাজ করেন। তাদের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব হয়। গতকাল দুপুরে কয়েক যুবক মারধর করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম পুলিশ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে আসেন এবং উজ্জ্বলের অভিযোগের ভিত্তিতে চন্দনকে আটক করে তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চন্দনকে ১৫ দিনের কারাণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহিনুজ্জামান।