স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ যৌতুক মামলার আসামি গোলজার হোসেনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গোলজার মোহাম্মদজুমা গ্রামের হেকমত আলীর ছেলে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরে কুতুবপুর ইউনিয়নের মোহাম্মাদজুমা গ্রামের হেকমত আলীর ছেলে গোলজার একটি যৌতুক মামলার আসামি। গতকাল মঙ্গলবার রাতে সদর থানার এএসআই তকিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।