আলমডাঙ্গার জামজামিতে প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত

 

 

অবৈধভাবে ক্লিনিক পরিচালনায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।

জানাগেছে, আলমডাঙ্গার জামজামি বাজারের মেডিকেল অ্যাসিসটেন্ট ডা. বোরহান উদ্দীনের নিরাপদ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আকস্মিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক অবৈধ এ ক্লিনিক পরিচালনার দায়ে মালিককে বেসরকারি মেডিকেল প্রাক্টিকুলার ইনফরমেশন অব ক্লিনিক অ্যাড আইনের ২২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা ও স্থানীয় জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স।

Leave a comment