ঝিনাইদহের শাহ নার্সারির ৫ লক্ষাধিক টাকার মূল্যের ফল লুট

 

 

ঝিনাইদহ অফিস:বাংলাদেশ জাতীয় নার্সারি সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ও বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কৃষি প্রতিনিধি ড. শাহ মো. সাইফুল ইসলামের মালিকানাধীন ঝিনাইদহের শাহ নার্সারির মূল্যবান ও দু®প্রাপ্য বিভিন্ন জাতের ৫ লক্ষাধিক টাকার মূল্যের ফল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবারে রাতে জেলার হরিণাকুণ্ডু উপজেলার পার মথুরাপুরে প্রায় ৫ একর জায়গায় অবস্থিত নার্সারির গবেষণার জন্য রাখা ড্রাগন, আম, ট্যাংক, কামরাঙ্গা, বাতাবী লেবুসহ অন্তত ১০ প্রকারের ফল লুট করে নেয়া হয়।

নার্সারির মালিক বিশিষ্ট কৃষি গবেষক ড. শাহ মো. সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর জন্য কম মূল্যে উন্নত ও নতুন জাতের ফলের চারা সরবরাহের উদ্দেশে তিনি এই নার্সারিটি করেছিলেন। এছাড়া তিনি বিদেশ থেকে উন্নত ও নতুন জাতের ফলের বীজ ও চারা এনে গবেষণা করে এদেশের উপযোগী চারা উৎপাদন করে সাধারণ মানুষের মাঝে নামমাত্র মূল্যে সরবরাহ করে আসছিলেন। এই উদ্দেশে গবেষণার জন্য তার নার্সারিতে বিভিন্ন ধরনের ফল সংরক্ষণ করে রেখেছিলেন। তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে এলাকার একটি মহল তার নার্সারিটি ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই মহলটি এই ফল লুটের ঘটনা ঘটাতে পারে বলে তিনি অভিযোগ করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।