নৌমন্ত্রীর মেয়ের লঞ্চকে জরিমানা

স্টাফ রিপোর্টার: নৌমন্ত্রী শাজাহান খানের মেয়ের মালিকানাধীন লঞ্চকেজরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলকারীচারটি নৌযানকে জরিমানা করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণআদালত। এর মধ্যে ‘এমভি ঐশী খান’ ও ‘এমএল প্রিন্সেস’ নামে লঞ্চকে ১০ হাজারটাকা করে জারিমানা করা হয়েছে। এ লঞ্চ দুটির নিবন্ধন দু মাসের জন্যস্থগিতও করেছে ভ্রাম্যমাণ আদালত। এমভি ঐশী খান নৌমন্ত্রীর মেয়েরমালিকানাধীন। এছাড়া ‘এমএল নারিশা’কে ১০ হাজার ও ‘এমভি তপন এক্সপ্রেসে’রমালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা লঞ্চেঅগ্নিনির্বাপক যন্ত্র,জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়া না থাকা এবং বসার আসননিম্নমানেরসহ নানা ত্রুটির কারণে এ জরিমানা করা হয়। সমুদ্র পরিবহনঅধিদপ্তরের প্রধান পরিদর্শক সফিকুর রহমান জানিয়েছেন, জরিমানা করার পর তারাশুনেছেন এমভি ঐশী মন্ত্রীর মেয়ের।

Leave a comment