আলমডাঙ্গায় মদ ও ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী কাজল গ্রেফতার

 

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্টেশন থেকে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করলেও গোপনে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে দু ডিএসবির ওয়াচার সিদ্দিক ও ময়েনের বিরুদ্ধে।বিষয়টি জানতে পেরে ওই রাতেই থানা পুলিশ দু বোতল কেরুজ দামি মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী কাজলকে গ্রেফতার করেছে।

জানাগেছে, গত ৭ আগস্ট সন্ধ্যারাতে আলমডাঙ্গা রেলস্টেশনে গোবিন্দপুর গ্রামের জমশেদের ছেলে মাদকব্যবসায়ী কাজল(২৫) ফেনসিডিলের চালান নিয়ে অপেক্ষা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে আলমডাঙ্গায় কর্মরত ডিএসবির ওয়াচার সিদ্দিকুর রহমান ও ময়েন সেখানে অভিযান চালান। এ সময় ১৫ বোতল ফেনসিডিলসহ তারা মাদকব্যবসায়ী কাজলকে আটক করেন।পরে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেন। তারা আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে সংবাদ দেন শুধু ৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন। অফিসার ইনচার্জ ওই সময় এসআই মকবুল ও এএসআই মেজবাহকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে গিয়ে ডিএসবি সদস্যদের কথায় তাদের সন্দেহ হয়। তারা গোপনে সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা করেন। এক পর্যায়ে জানতে পারেন- ওই ডিএসবির দু সদস্য ১৫ হাজার টাকায় দফা-রফা করে মাদকব্যবসায়ীকে ছেড়ে দিয়েছেন। ১৫ বোতল ফেনসিডিলের মধ্যে ১০ বোতল গায়েব করে দিয়ে থানা পুলিশকে ৫ বোতলের তথ্য দিয়েছেন। এ সংবাদ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনির উদ্দীন মোল্লা জানতে পারলে তিনি মাদকব্যবসায়ী কাজলকে দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন। ওই রাতেই এসআই মকবুল ও এএসআই মেজবাহ গোপন সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে কাজলকে গ্রেফতার করেছেন। সে সময় তার নিকট থেকে দু বোতল কেরুজ দামি মদ, জিঙ্ক, হুইস্কি এবং ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।