ট্রেনের ফাঁকে পা : গোটা ট্রেন তুলে ধরলেন সহযাত্রীরা!

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ব্যাস্ত স্টেশন। ট্রেন ঢুকলো প্লাটফর্মে। হঠাত সবাই খেয়ালকরলেন এক ব্যক্তির পা আটকে গিয়েছে ট্রেন ও প্লাটফর্মের মাঝে। যন্ত্রণায়ছটফট করছেন ওই ব্যক্তি।এগিয়ে এলেন স্টেশনের সব যাত্রী। সবাই মিলে তুলে ধরলেন ট্রেন। এই ঘটনা অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে।প্রতিদিনযখন গাজায় ইসরায়েলের রকেট হামলায় মানুষের প্রাণের মূল্য তুচ্ছ হয়েদাঁড়িয়েছে,সেখানে অস্ট্রেলিয়ার এ ঘটনা একটু হলেও নাড়া দিয়ে গেল। একে বলেমানবিকতা?অস্ট্রেলিয়ার রেল কর্তৃপক্ষ সহযাত্রীদের এ সাহসিকতাকে সম্মানজানিয়ে বলেছেন এটা জনতার জোর।পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ স্টেশনেট্রেন ধরার জন্য এক ব্যক্তি অপেক্ষা করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে বলেকর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ৫ সেন্টিমিটারের একটি ফাঁকে পা ঢুকেযায় ওই ব্যক্তির। ট্রেনের ভার যাতে ওই ব্যক্তির কোনোও ক্ষতি না করে, তাইগোটা ট্রেনটি ঠেলে তুলে ধরেন সহযাত্রীরা। এভাবে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি।