স্টাফ রিপোর্টার: বলা হচ্ছিলো,এটি ভারতের দ্বিতীয় দল। তবে যথেষ্ট শক্তিশালী! অধিনায়ক বিক্রমকান্ত খেলেছেন ৭০টি আন্তর্জাতিক ম্যাচ। স্কোয়াডের দুজন বাদে বাকি সবারআন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সে হিসেবে বাংলাদেশ হকি দলের জন্যবড় চ্যালেঞ্জই অপেক্ষা করছিলো। কিন্তু সে চ্যালেঞ্জ উতরে যেতে পারলেন নাচয়নরা। বিকেএসপিতে গতকাল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ হকি সিরিজের প্রথম ম্যাচে২-১ গোলে হেরেছে বাংলাদেশ।আন্তর্জাতিক হকি ফেডারেশন স্বীকৃত এআন্তর্জাতিক ম্যাচে গোল পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধপর্যন্ত। ততোক্ষণে নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে ভারতের পোস্টে বলপাঠিয়ে ১-০ করে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের পেনাল্টি কর্নারে দু-তিন স্টিকঘুরে সিটুলের পুশে গোল।ভারত ম্যাচ জিতেছে মূলত দু মিনিটে দু গোলকরে। ৩২ মিনিটে প্রথমটা পেনাল্টি কর্নারে সরাসরি স্কুপে করেন গুরজিন্দারসিং। পরের মিনিটেই পেনাল্টি কর্নারে থেকে হারজিং সিংয়ের দারুণ হিটে ২-১।তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এগিয়েও হারলো বাংলাদেশ
