মিশরেরপ্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি : বিধ্বস্ত বাড়ি ঘরেফিরছে গাজাবাসী

 

মাথাভাঙ্গা মনিটর: মিশরেরপ্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল ওহামাস উভয় পক্ষ এ যুদ্ধবিরতি মেনে নিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকেযুদ্ধবিরতি শুরু হয়েছে। একই সাথে গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণাদিয়েছে ইহুদিবাদী ইসরাইল। যুদ্ধবিরতির আগেই ইসরাইল সেনা প্রত্যাহার করে।তবেসৈন্যদের সরিয়ে নিলেও গাজার বাইরে প্রতিরক্ষার দায়িত্বে রাখার ঘোষণাদিয়েছে ইসরাইল। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হবার পর বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতেশুরু করেছে গাজাবাসী। তবে বাড়িতে ফিরলেও কোনো বসবাসের পরিস্থিতি নেই। সেনারা সবগুড়িয়ে দেয়ায় সর্বত্র ইট পাথরের স্তুপ। গত ৮ জুলাই যুদ্ধ শুরুর পর গাজাবাসীজাতিসংঘ উদ্বাস্ত শিবিরে আশ্রয় নিয়েছিলো।মিশরের মধ্যস্থতাকারী এবংকর্মকর্তারা জানাচ্ছেন দেশটির প্রস্তাব করা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতেউভয় পক্ষ সম্মত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে গতকাল এই যুদ্ধবিরতিকার্যকর হয়। গত সোমবার দিনভর মিশরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয়ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন গ্রুপ। ইসরায়েল এর আগে সেখানে কোনপ্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলো।হামাসনিয়ন্ত্রিত গাজায় প্রায় একমাসের সংঘাত শুরুর পর গাজায় ১ হাজার ৮৩৪ জনফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের বেশির ভাগ বেসামরিক লোকজন এবং এদের একটা বড়অংশই শিশু। অন্যদিকে ইসরাইলি পক্ষে নিহতের সংখ্যা ৬৪; যাদের মধ্যে একজন থাইনাগরিকসহ বেসামরিক লোকের সংখ্যা ৩ জন। তেলআবিবের একজন উর্ধ্বতন কর্মকর্তাজানিয়েছেন, দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতির জন্য তাঁর দেশের কয়েক প্রতিনিধিকায়রোতে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবেন। ইসলামপন্থী গ্রুপ হামাস ছাড়াওফিলিস্তিনি কয়েকটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছেন। বিশ্বব্যাপিতীব্র প্রতিক্রিয়ার মুখে প্রায় একমাস রক্তক্ষয়ী অভিযান চালানোর পর গাজাথেকে সেনা প্রত্যাহার করে ইসরাইল। গতকাল মঙ্গলবার যুদ্ধ বিরতি শুরুর পরপরই সব সেনাপ্রত্যাহার করে নেয়া হয়।

তবে ইসরাইলি বাহিনীর লেফট্যানান্ট কর্নেলপিটার লারনার সাংবাদিকদের জানান, গাজা উপত্যকার বাইরে প্রতিরক্ষামূলকঅবস্থানগুলোতে সেনারা অবস্থান করবে এবং তা বজায় রাখবে।যুদ্ধ বিরতিকার্যকর হবার পর মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতাবৈঠকে বসার কথা রয়েছে। হামাস জানিয়েছে, গাজা থেকে অবরোধ প্রত্যাহার না হলেতারা কোন যুদ্ধ বিরতি মানবে না। জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রীর মুখপাত্রমার্ক রেজেভ আল জাজিরাকে জানান, ইসরাইল সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবেতাদের কিছু উদ্বেগের বিষয় রয়েছে।