ফুটবল ম্যাচে মৌমাছির বাগড়া!

মাথাভাঙ্গা মনিটর: অনেক কারণেই ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। তাই বলে মৌমাছির কারণে ফুটবলম্যাচ শুরু হবে দেরিতে! এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়।গত শনিবারদক্ষিণ আফ্রিকার কাপ ম্যাচে নেমেছিল দু ক্লাব প্লাটিনাম স্টার্স ওমামেলোদি সানডাউনস।খেলা হচ্ছিলো সানডাউনসের মাঠ লফটাস ভার্সফেল্ডস্টেডিয়ামে। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হঠাৎ কোত্থেকে এক ঝাঁক মৌমাছি এসেঅবস্থান করলো প্লাটিনামের গোলপোস্টের পেছনের একটি মাইক্রোফোনে।গ্রাউন্ডসম্যানরা দ্রুত প্লাস্টিকের ব্যাগ দিয়ে তাড়ানোর চেষ্টা করলেন।কিন্তু কাজ হলো না। অগত্যা ধোঁয়া জ্বালিয়ে বিদায় করতে হলো অনাহূত‘দর্শক’দের! এতে খেলা শুরু হতে দেরি হলো ১২ মিনিট!
এমন আরেকটি ঘটনাঘটেছিলো ২০০৯ সালের অক্টোবরে। আজতেকা স্টেডিয়ামে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বেমেক্সিকো বনাম এলো সালভাদরের ম্যাচ চলার সময়ই হঠাৎ হানা দিয়েছিলো মৌমাছিরঝাঁক। এ কারণে প্রায় ছয় মিনিট খেলা বন্ধ ছিলো সেবার।