দর্শনা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অহিদুল ইসলাম বিশ্বাস

 

 

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন গড়ে তুলতে হবে

দর্শনা অফিস: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দর্শনা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খুন, গুম, অপহরণ, ছিনতাই, রাহাজানিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়েছে। ব্যর্থ এ সরকারের ক্ষমতা আকড়ে ধরে রাখার আর কোনো অধিকার নেই। জনবিচ্ছিন্ন এ সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সরকার হটাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তরফদার শাওনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেনজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুর জব্বার সোনা, জীবননগর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাজি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আছেরুল ইসলাম সেলিম, জেলা মহিলাদলের সভানেত্রী রউফুন নাহার রীনা, বিএনপি নেতা শফিকুল ইসলাম সাবু, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, আজিজুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, তবারকহোসেন, আমিনুল হক রোকন। যুবদল নেতা নাহারুল ইসলাম শিক্ষকের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, আব্দুল হান্নান, ফরজ মেম্বার, জালাল উদ্দিন, রেজাউল হক, আ. মালেক, আজিজুল ইসলাম, নুরু মিস্ত্রী, মজিবর রহমান, শহিদুল ইসলাম, আবুল হাসেম, নজরুল ইসলাম, আশরাফুল, আ. মোমিন, মিরাজ, আসাদুল, ফরমান, তোতা, সেলিম, আমজাদ প্রমুখ। সম্মেলনের প্রধান অতিথি অহিদুল ইসলাম বিশ্বাস দর্শনা পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন। এ কমিটির সভাপতি মাহমুদুর রহমান তরফদার শাওন, সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলামের নাম ঘোষণা করেছেন। এ ৫ সদস্য বিশিষ্ট কমিটি দ্রুত পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।