গাংনীর শানঘাটে ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে শুক্রবার দিনগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। নজরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌঁনে ১২টার দিকে শানঘাট গ্রামের আখের আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলামের বাড়িতে ১৪-১৫ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ ৩১ হাজার টাকা, সোনার গয়না ও ৩টি মোবাইল সেটসহ আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। গ্রামের লোকজন টের পেয়ে ডাকাতদের খোঁজাখুজি করে। রাতেই স্থানীয় কষবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Leave a comment