বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার জিয়াউল ইসলাম মাসুদের ইন্তেকাল

 

ক্রীড়াপ্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার জিয়াউল ইসলাম মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি দু ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানাগেছে, শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও রমজান মাসে বেশ সুস্থই ছিলেন। গত বৃহস্পতিবার কিছুটা অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির আনোয়ারা মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে শরীর সবদিক দিয়ে ঠিক থাকলেও প্রেসার ছিলো অত্যন্ত লো। সেই অবস্থায় ডাক্তারি পরামর্শে তাকে রাখা লাইফ সাপর্টে। গতকাল রোববার বিকেল ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর ঢাকার ওয়ারীতে নূর মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় মরহুমের চিরচেনা জায়গা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে চুয়াডাঙ্গা আম্পারিং অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সম্পাদক আব্দুস সালাম, অন্যতম সদস্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক ইসলাম রকিব গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক ইসলাম রকিব ২০১২ সালে নড়াইল স্টেডিয়ামে মরহুম জিয়াউল ইসলাম মাসুদের নিকট ৭ দিনের আম্পায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করেন।