মাথাভাঙ্গা মনিটর: লিবিয়া সীমান্তে ২১ জন মিশরীয় সীমান্তরক্ষীকেহত্যা করেছে বন্দুকধারীরা। এই এলাকাটিতে মিশরের সরকার পতনের লক্ষ্যে সচেষ্টজঙ্গিরা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাকর্মকর্তারা।গত শনিবারচালানো এ হামলার সাথে জড়িতদের চোরাকারবারি বলে উল্লেখ করেছেন ওই নিরাপত্তাকর্মকর্তারা।কিন্তু সেনাবাহিনীর এক মুখপাত্র তার ফেইসবুক পাতায়হামলাকারীদের সন্ত্রাসীবলে উল্লেখ করেছেন। সাধারণত ইসলামি জঙ্গিদের বোঝাতেমিশরীয় কর্তৃপক্ষ সন্ত্রাসীশব্দটি ব্যবহার করে।এই সেনা কর্মকর্তাজানিয়েছেন, সন্ত্রাসীদের সাথে সীমান্তরক্ষীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণের সময়সন্ত্রাসীদের ছোঁড়া রকেট চালিত গ্রেনেড বিস্ফোরণে সীমান্তরক্ষীদের একটি অস্ত্রাগারউড়ে গিয়ে ওই রক্ষী সেনারা নিহত ও অপর চারজন আহত হন।লিবিয়া ও সুদানেরসীমান্তবর্তী প্রদেশ ওয়াদি আল গাদিদে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেনতিনি।সীমান্তরক্ষীদের সাথে সংঘর্ষে দুজন চোরাকারবারি নিহত হয়েছেন বলেজানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।