খবর:(দর্শনায় জেনাটের নেয়াকে নিয়ে যুবলীগের দু পক্ষের দ্বন্দ্ব)
এক বাড়িতে খাওয়া দাওয়া
টাকা নিয়েই দ্বন্দ্ব করো,
বন্ধ করো বন্ধ করো
ওসব কিছু বন্ধ করো।
ভালো জাগায় বসে বসে
পচিয়ে তা গন্ধ করো,
বন্ধ করো বন্ধ করো
ওসব কিছু বন্ধ করো।
ক্ষমতার এই দাপট নিয়ে
ভালো জিনিস মন্দ করো,
বন্ধ করো বন্ধ করো
ওসব কিছু বন্ধ করো।
-আহাদ আলী মোল্লা