মাথাভাঙ্গা মনিটর:কঠিন বাস্তবতার মুখে অনেক মা-ই পেটের সন্তান নষ্টকরে ফেলার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু যে মানুষটা আজ ফুটবল বিশ্ব শাসনকরছে,তার বেলায়ও এমনটা হতে পারতো- ভাবতে গেলে হোঁচট খেতে হয়। নিজেরআত্মজীবনীতে অবাক করা এ তথ্য জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোর মা দলোরেসআভেইরো। গত শুক্রবার পর্তুগালে আভেইরোর আত্মজীবনীটা প্রকাশ পায়। ওই বইয়ে আভেইরোলিখেছেন,তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাননি তিনি। কিন্তুচিকিৎসক তার গর্ভপাত করাতে অস্বীকার করেন।কিন্তু নিজেরসিদ্ধান্তে আভেইরো এতটাই অটল ছিলেন যে, নিজস্ব উপায়েই তা করার সিদ্ধান্তনেন তিনি। এজন্য গরম বিয়ার খেয়ে অনেক হাঁটাহাটি করেন তিনি। কিন্তু কাজহয়নি। আর সেদিনের না চাওয়া সন্তান রোনালদো এখন বর্ষসেরা ফুটবলার।আভেইরোরআত্মজীবনী প্রকাশের সময় রোনালদো সেখানে উপস্থিত ছিলেন না। তবে আভেইরোজানান, ছেলে এ বিষয়ে সবই জানে। মাঝে মাঝে এ নিয়ে মায়ের সাথে মজাও করেনরোনালদো।