স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ টেলিভিশনের এক সময়েরসাড়া জাগানো অভিনেত্রী লুৎফুন নাহার লতা বিয়ে করেছেন। স্বামী ইহুদিধর্মাবলম্বী সুইস বংশোদ্ভূত মার্কিন নাগরিক মার্ক ওয়েনবার্গ পেশায় একজনব্যবসায়ী।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ফ্যাশিঙেরঅভিজাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় লতা-মার্কের জমকালো বিয়ের অনুষ্ঠানেরআয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিনেত্রী লতার ঘনিষ্ঠজন ছাড়াও জাতিসংঘে বাংলাদেশস্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, নিউজার্সির কাউন্সিলম্যান ওবিজ্ঞানী ড. নূরন নবী এবং তার উকিল বাবা কানাডা প্রবাসী লেখক ও গণিতবিদ ড.মীজান রহমান উপস্থিত ছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে উপস্থিত ছিলেনশাশুড়ি পলা ওয়েন এবং নিকট আত্মীয়।