চুয়াডাঙ্গারদামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লায় পুকুরের পানিতে ডুবে শিউলী খাতুন (৮) ওনাইমা খাতুন (৯) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর একটার দিকে এঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলারপীরপুরকুল্লা গ্রামের সিদ্দিক আলীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে শিউলীখাতুন ও লাল্টু মিয়ার একই শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাইমা খাতুন বৃদ্ধা দাদীরসাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে খেলা করারসময় তারা পানিতে ডুবে মারা যায়। নিহতদের পরিবারের সদস্যরা পুকুরে জাল ফেলেদুপুর দুটার দিকে তাদের লাশ উদ্ধার করে।