এইচএসসির ফল প্রকাশ ১০ থেকে ১২ আগস্টে

 

স্টাফ রিপোর্টার: এইচএসসিও সমমানের পরীক্ষার ফলাফল ৭ নয়, ১০ থেকে ১২ আগস্টের মধ্যে যেকোনো একদিনপ্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার বিকেলেএ তথ্য জানান।তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনার কারণে এবারেরএইচএসসি পরীক্ষার স্বাভাবিক গতি-প্রকৃতি বিনষ্ট হয়েছে। একটি পরীক্ষা পিছিয়েপরে নিতে হয়েছে। এ কারণে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাও পিছিয়ে যায়। মৌখিকপরীক্ষার শেষ হওয়ার তারিখ থেকে ৬০ দিন পূর্ণ হয় ১২ আগস্ট। তাছাড়া ৮ আগস্টশুক্রবার। সে কারণে ১০ থেকে ১২ আগস্ট ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করাহচ্ছে। এই তিনদিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশকরা হবে।এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ৩ এপ্রিল শুরু হয়। ঢাকা ওআন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছিলো, তারা ৮ আগস্টের মধ্যে ফলপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন ছুটির দিন হওয়ায় ৭ আগস্ট ফলাফলপ্রকাশের সম্ভাবনার কথা তারা জানান।