আবারও ব্রাজিলের কোচ দুঙ্গা?

মাথাভাঙ্গা মনিটর: কোচ হিসেবে খুব একটা অসফল ছিলেন না ব্রাজিলের সাবেক অধিনায়ক দুঙ্গা। ২০০৬সালে কোচের দায়িত্ব নেয়ার পর ব্রাজিলকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা ওকনফেডারেশনস কাপের শিরোপা। কিন্তু ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেবিদায়ের পরপরই সরে দাঁড়াতে হয়েছিলো ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তারকৌশল নিয়েও সেসময় উঠেছিলো প্রশ্ন। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের লজ্জাজনকপারফরম্যান্সের পর নতুন করে আবার আলোচনায় দুঙ্গা।

জার্মানির কাছে৭-১ আর হল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুটি হার ওলোট-পালোট করে দিয়েছেব্রাজিলীয় ফুটবলকে। দায় মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছে কোচ লুইস ফেলিপেস্কলারিকে। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবলকনফেডারেশনসের মহাব্যবস্থাপক পদেওএসেছে পরিবর্তন। চুরানব্বইয়ের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য গিলমাররিনালদিকে এ পদে নিয়োগ দেয়ার পর থেকেই কোচ হিসেবে উঠে আসছে দুঙ্গার নাম।ইতোমধ্যেই নাকি দুঙ্গার সাথে প্রাথমিক আলাপ সেরে ফেলেছে কনফেডারেশনস।রিনালদির হাত ধরেই চার বছর পর ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্বটি ফিরেপেতে পারেন ওই দুঙ্গা।আগামী মঙ্গলবারই জাতীয় দলের নতুন কোচের নামটি ঘোষণা করার কথা রয়েছে।