নেদারল্যান্ডসের ১৫৪ জন নিহত: জাতীয় শোক

 

 

মাথাভাঙ্গা মনিটর: গতবৃহস্পতিবারমালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ-১৭ বিধ্বস্ত হয়ে ২৯৮ জন আরোহী ও ক্রুরসবাই নিহত হন। আরোহীদের মধ্যে নেদারল্যান্ডসেরই তিন শিশুসহ ১৫৪ জন নাগরিকছিলেন। নাগরিক নিহতের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছে নেদারল্যান্ডস।নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট একদিনের জাতীয় শোক ঘোষণা করেদেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।দিনটিকে নেদারল্যান্ডসের জন্য ‘কালো দিন’বলে অভিহিত করেছেন তিনি।
ছুটিবাতিল করে দক্ষিণ জার্মানি থেকে ফিরে আমস্টারডামের স্কেপোল আন্তর্জাতিকবিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ১৫৪ জন নাগরিক নিহতের ঘটনাকেনেদারল্যান্ডসের ইতিহাসে সম্ভাব্য সবচেয়ে শোচনীয় বিমান দুর্ঘটনা বলেমন্তব্য করে ডাচ প্রধানমন্ত্রী রাট বলেন, পুরো নেদারল্যান্ডস শোকে আচ্ছন্ন।সুন্দর এই গ্রীষ্মের দিনটি সম্ভাব্য সবচেয়ে খারাপভাবে শেষ হলো।

Leave a comment