চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন সংগঠনও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক পৃথক জায়গায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার শাখা, পৌর জাতীয় পার্টি, জীবননগরের বিভিন্ন মসজিদে ও কোচিং সেন্টারে, মেহেরপুরে জেলা বিএনপির ও গাংনীতে ইমারত নির্মাণশ্রমিকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ হযরত মাও. মো. আব্দুল কাদীর সাহেব। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলহাজ হযরত মাও মো. আবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. জিনারুল ইসলাম।

এদিকে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি সাহাব উদ্দীন বিশ্বাস, যুগ্মআহ্বায়ক সিরাজুল ইসলাম, সহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জাহিদুল হাসান জোয়ার্দ্দার জাহিদ, যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু, জেলা ছাত্রসমাজের জেলা সভাপতি বিপ্লব, সবুজ, যুব সংহতির সুরুজ, পিকু, লিটন, স্বেচ্ছাসেবক পার্টির সেক্রেটারি মাহাবুল ইসলাম খোকন, দর্শনা পৌর সভাপতি ফরহাদ খান শিল্পী প্রমুখ।

অতিথির বক্তব্যে অ্যাড. সোহরাব উদ্দীন বলেন, জাতীয় পার্টি আজ বিভিন্ন রাজনৈতিক দলের শিকার। তাই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে পল্লীবন্ধু হুসেইন মো. এরশাদের হাতকে শক্তিশালী করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। চুয়াডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার উদ্দীন দুলু বলেন, সুবিধাবাদী বৃহত্তর দুটি রাজনৈতিক দল সুযোগ বুঝে আমাদেরকে ব্যবহার করছে। তাই আমরা আর কারো সাথে আপস করবো না। এ জন্য সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল শুক্রবার জীবননগরে বিভিন্ন মসজিদে ইফতারির আয়োজন করা হয়। জীবননগর বাসস্ট্যান্ড ও হাইস্কুলপাড়া জামে মসজিদের মুসল্লিদের সম্মানে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।বাসস্ট্যান্ড জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি হাজি হেসাবুদ্দিন মুসল্লিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার পার্টিতে আগত রোজাদারদের স্বাগত জানান হাজি হেসাবুদ্দিনের ছেলে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম বাবু ও শাহ আলম ছোট বাবু। ইফতার পার্টিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হাইস্কুলপাড়া জামে মসজিদের মুসল্লিদের সম্মানে মোজাম্মেল হক এ ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার পার্টিতে এলাকার মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

অপরদিকে জীবননগর রেডন ডিজিটাল একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রেডন ডিজিটাল একাডেমিক কোচিং সেন্টার ভবনে মনোরম পরিবেশে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। রেডন ডিজিটাল একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেনডা. আজিজুল হক, ডা. কদম রসুল, মাও. রুহুল আমীন, মাও. মতিয়ার রহমান, হাফেজ আবু বকর, মেডিসিন ব্যবসায়ী হাবিব প্রধান, শায়েক আব্দুল্লাহ আল মনিরসহ কোচিং সেন্টারের সকল শিক্ষক ও বিভিন্ন শ্রেণিরপশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির শাহাজীপাড়াস্থ কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার-উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুল হক খান চৌধুরী, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, রেজাউল করিম, আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তাকিম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুবদল নেতা জুলফিকার বাবু, ইকবাল হোসেন প্রমুখ। সভা শেষে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী ইমারত নির্মাণশ্রমিক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার নিজ কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজুল ইসলাম। সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহেরপুর ইমারত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খাকচার আহম্মেদ, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মোটরশ্রমিক ইউনিয়ন গাংনী শাখার সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।