গাংনী প্রতিনিধি:মেহেরপুর গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে দু বালি ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন ওই অর্থদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-ছাতিয়ান গ্রামের হুরমত আলীর ছেলে আলামিন হোসেন ও হানিফ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কিছু দিন ধরে ছাতিয়ান মরা নদীতে (মাথাভাঙ্গা নদীর) ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছিলেন হানিফ ও তার ভাই আলামিন মিয়া। এতে নদীপাড়ের জমিজমা ভাঙনের কবলে পড়ে। গতকাল সকালে ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালি ব্যবসায়ীদের আটক করা হয়। বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ৫ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দুপুর ১২টার দিকে জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পান তারা।