দর্শনার বাড়ি থেকে বের হয়ে কাটা পড়ে ট্রেনে : তালতলায় দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: দর্শনা কেরুজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দাউদ আলী (৫৮) ট্রেনে কেটে মারা গেছেন। গতপরশু তার মৃতদেহ চুয়াডাঙ্গা-মোমিনপুর স্টেশনের মধ্যবর্তী ট্যাংরামারী মাঠ নামক স্থান থেকে উদ্ধার করে জিআরপি। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম তালতলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
ট্রেনে কাটা পড়েছে কীভাবে? নানামুখি জবাব। কেউ কেউ এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও দাউদ আলীর ছেলে অভি বলেছেন, মানসিক বিগারগ্রস্ততায় ভুগছিলেন। তিনি গতপরশু দুপুরে বাড়ি থেকে বের হন। আর ফেরেননি। সকালে খবর পেয়ে হাসপাতালমর্গে লাশ দেখে আমরা শোকাহত।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলার মৃত যদু মণ্ডলের ছেলে দাউদ আলী দর্শনা কেরুজ উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন। তিনি দর্শনাতেই বসবাস করে আসছিলেন। গতপরশু সোমবার তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ট্যাংরামারী মাঠের লোকজন দেখে মোমিনপুর স্টেশনে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা স্টেশনে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ধড় মস্তক বিচ্ছন্ন মৃতদেহ উদ্ধার করেন। রাতে স্টেশনেই রাখা হয় লাশ। কেউ শনাক্ত না করার কারণে অজ্ঞাত পরিচয়ের লাশ হিসেবেই ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালমর্গে নেয়া হয়। সেখানে লোকজন দেখে দাউদ আলীর পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা ছুটে আসেন। ময়নাতদন্ত শেষে লাশ গ্রহণ করেন। নিজ গ্রাম তালতলায় নেয়া হয়। তালতলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি কি কারো ওপর অভিমানে বাড়ি থেকে বের হয়েছিলেন? সন্তোষজনক জবাব মেলেনি।