মহেশপুর সীমান্তে বিএসএফ’রহাতে বাংলাদেশি গরুব্যবসায়ী আটক

 

 

মহেশপুরপ্রতিনিধি:গতকাল রোববার ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে ৫টি গরুসহ খাইরুল ইসলাম (২২) নামের এক যুবক আটক হয়েছে।৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মনিরুজ্জামান জানান, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে খাইরুল ইসলাম ভোরে সহপাঠীদের নিয়ে ৬০ নম্বর মেন পিলারের ৮৮সাব পিলার পার হয়ে ভারত থেকে ৫টি গরু নিয়ে কুমারী এলাকায় গেলে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহলদল তাকে গরুসহ আটক করে। আটককৃত খাইরুল ইসলাম ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পে আটক আছে। তাকে ফেরত আনার জন্য বাঘাডাঙ্গা সীমান্তের ৬৩নং মেন পিলারের কাছে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন রামনগর ক্যাম্পের বিএসএফ’র ইন্সপেক্টর সতন্ত্রসিং এবং বাংলাদেশের পক্ষে বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াকুব আলী। পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তাকে পুলিশ আটক করে হাসখালী থানায় রেখে আইনি ব্যবস্থা নিয়েছে।