স্টাফ রিপোর্টার: বাংলাদেশেরজন্য ভারতের সহায়তা ও ঋণ বাবদ আর্থিক বরাদ্দ ৪০ ভাগ কমিয়েছে মোদি সরকার।বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে দক্ষিণ এশিয়ারদেশগুলোর মধ্যেএকমাত্র বাংলাদেশের জন্য বরাদ্দের পরিমাণ কমানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বাজেট ঘোষণায় বাংলাদেশের জন্য বরাদ্দ করাহয়েছে ৩৫০ কোটি রুপি। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিলো ৫৮০ কোটি রুপি।অপরদিকে সার্কভুক্ত অন্যান্য দেশগুলোকে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে ভুটানকে। সহায়তা ও ঋণ বাবদ দেশটিকেবরাদ্দ দেয়া হয়েছে ৬ হাজার কোটি রুপি।গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিলো ৪হাজার ১০০ কোটি রুপি।
আফগানিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৭৬ কোটিরুপি। গত বছর যা ছিলো ৫২৫ কোটি রুপি। শ্রীলংকার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০কোটি রুপি। গত বছর এর পরিমাণ ছিলো ৪১০ কোটি রুপি। নেপালের জন্য বরাদ্দ করাহয়েছে ৪৫০ কোটি রুপি। গত বছর এর পরিমাণ ছিলো ৩৮০ কোটি রুপি।