দিবালোকে শিশুস্বর্গের সামনে মহিলার নিকট থেকে টাকা ও সোনার গয়না ছিনতাই!

 

 

স্টাফ রিপোর্টার: দিন-দুপুরে মহিলার নিকট থেকে নগদ টাকা, সোনার দুল ও চেন ছিনিয়ে নেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের শিশু স্বর্গের অদূরে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মহিলা শাহানাজ বেগম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বাড়ি আলমডাঙ্গার কালীদাসপুরে। ঈদের কেনা কাটার জন্য নগদ ১০ হাজার টাকা নিয়ে চুয়াডাঙ্গা শহরে আসি। প্রয়োজনে শিশুস্বর্গের নিকট যায়। দু যুবক আপত্তিকর কথা বলে কাছে থাকা নগদ টাকা ও গলায় থাকা সোনার চেনসহ কানের দুল ছিনিয়ে সটকে পড়ে।

শাহানাজ বেগমের স্বামী আশাবুল বলেছেন, আমার স্ত্রীর নিকট থেকে দিনদুপুরে যে দু যুবক টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়েছে তাদের পরিচয় জানতে পেরেছি। মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার মামলা করা হতে পারে। স্থানীয়রা অবশ্য বলেছে, ঘটনার আড়ালে ঘটনা থাকতে পারে। পুলিশি তদন্ত প্রয়োজন।