টিপ্পনী

 

 

খবর:(বোমার ছবি তুলতে দিলেন না গাংনী থানার এসআই আমির হোসেন চৌধুরী)

 

নয়তো চুনো পুঁটি

শক্ত ভীষণ খুঁটি

তাই তো উনি খুব সহজে

চেপে ধরেন টুটি।

 

ওনার দু কান কাটা

বেজায় বুকের পাটা

সবখানে তার মামা-খালু

বাংলা পুরো ঘাটা।

 

ভুড়ি বেজায় মোটা

দিচ্ছি না গো খোটা

এদিক ওদিক থেকে তিনি

তোলেন মাসিক কোটা।

 

-আহাদ আলী মোল্লা