আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫০ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার আসমানখালী বাজারে ৩টি দোকানে এ জরিমানা আদায় করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে,আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ম্যাজিস্ট্রেট হিসেবে রোববার এ অভিযান করেন। এসময় আসমানখালী বাজারের জয়নাল আবেদীন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণওষুধ রাখার দায়ে ড্রাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২/১৬ ধারায় মালিক জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারের আব্দুল মাবুদের দোকানে কৃষিপণ্য বাজারজাতকরণ আইনে ২শ টাকা এবং আনোয়ার স্টোরের মালিক আনোয়ারকে ৫শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম,থানার এসআই পিয়ার আলীসহ সঙ্গীয় ফোর্স।