আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসার অন্তরালে রেক্টিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে গতকাল শনিবার বিকেলে কালাম নামের এক হাতুরে ডাক্তারকে আটক করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে বেশ কয়েক বোতল স্পিরিট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।
জানা গেছে,আলমডাঙ্গার ওসমানপুর চৌধুরীপাড়ার মৃত কাশেম চৌধুরীর ছেলে আবুল কালাম বেখ কিছুদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসার নামে চেম্বার খুলে বসে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার খানার আড়ালে রেক্টিফাইড স্পিরিটসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতো। তার কাছ থেকে অনেকেই স্পিরিট কিনে দিনের পর দিন মাদকাশক্ত হয়ে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল আলমডাঙ্গার থানা ও ওসমানপুর ফাঁড়ি পুলিশ সোর্সের মাধ্যমে গতকাল বিকেলে তার দোকানে স্পিরিট কিনতে পাঠায়। কালাম তার কাছে স্পিরিট বিক্রি করার পর থানার এসআই জসিম,এএসআই মেজবাসহ ওসমানপুর ফাঁড়ি আইসি হাতুড়ে হোমিও ডাক্তার কালামকে আটক করেন। এ সময় তার দোকান থেকে কয়েক বোতল মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করেন।