সুনামগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে :রোগীসহ নিহত ২

 

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়েচালকের পাশাপাশি রোগীও নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের দামধরটুপি এলাকায় এদুর্ঘটনায় ঘটে বলে পুলিশ জানিয়েছে।নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দক্ষিণ-সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমিন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সটি সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দামধরটুপি এলাকায় নিয়ন্ত্রণহারিয়ে খাদে পড়ে যায়।এতে চালক ও রোগী ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা সেখানে উদ্ধারকাজে হাত দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।