স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক শেখ সেলিমের মা রমজানী খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে তিনি মারা যান। গতকালই বাদ আছর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে রমজানী খাতুন (৭৫) ৮ ছেলে, ১ মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির প্রয়াত নেতা শেখ আব্দুল্লাহর স্ত্রী রমজানী খাতুন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রমজানী খাতুনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, বার্তা সম্পাদক খ্যাতিমান ছড়াকার আহাদ আলী মোল্লা, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. শরীফ উদ্দীন হাসু, সাধারণ সম্পাদক ডা. শাহার আলী, সাংবাদিক আজাদ মালিতা, রাজীব হাসান কচি, রফিক রহমান, অ্যাড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি, আব্দুস সালাম, এমএম আলাউদ্দিন, চিত্তরঞ্জন সাহা চিতু, মাহমুদুল করিম খান সন্টু, ইলিয়াস হোসেন, চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শামসুল হক, লুৎফর রহমান, প্রভাষক তাহেরুল ইসলাম, আতিয়ার রহমান, খসরুজ্জামান সবুজ, শরীরচর্চা শিক্ষক জহুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব সেলিম ভূঁইয়া, চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি রাশেদুল ইসলাম, শিক্ষক নেতা মতিয়ার রহমান, খাইরুল ইসলাম, তাইজেল হোসেন, মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মিঠু, আক্তারুজ্জামান, মজিবুল হক, ইলিয়াছ হোসেন, রফিকুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশিষ্ট রাজনীতিক মো. তৌহিদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড. শামীম রেজা ডালিম, বিশিষ্ট রাজনীতিক অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, আবু জাফর মন্টু, শহিদুল ইসলাম রতন, জেলা শিল্প ও বণিক সমিতির সদস্য সেলিম আহমেদ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল হোসেন জোয়ার্দ্দার, ফাতেমা প্লাজা দোকান মালিক সমিতির সহসভাপতি বোরহান উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, নাজমুস সালেহীন লিটন, সাবেক কাউন্সিলর মুক্তা প্রমুখ।
মরহুমা রমজানী খাতুনের ৩ ছেলে প্রবাসী। প্রকৌশলী মফিজুল আলম ও মাহবুবুল আলম সৌদি প্রবাসী। এ ছাড়া রফিকুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। মরহুমার পরিবারের পক্ষ থেকে আগামীকাল সোমবার বাদ আছর চুয়াডাঙ্গা মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।