মেহেরপুর রাজাপুরে প্রতিপক্ষের হামলা :ভাঙচুর ও একজনকে কুপিয়ে জখম

 

মেহেরপুর অফিস: পূর্ব শক্রতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক ব্যক্তির বাড়ি-ঘর ভাঙচুরসহ তাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুস সালামের সাথে প্রতিবেশী সাহাবুল ও হাসানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে এদিন ১০/১২ জনআব্দুস সালামের বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা আব্দুস সালামকে (৪০) কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।