মুজিবনগর ইউএনও’র বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডলের বক্তব্যের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর হোটেল বাজার এলাকায় অবস্থিত আমরা/৮৫’র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সমন্বয়কারী মহা. আনোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে কেন্দ্র সমন্বয়কারী মহা. আনোয়ার হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষ অবাধে নকলের প্রস্তাব দেন বলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। তিনি বলেন তার বক্তব্য উদ্দেশ্যমূলক, মিথ্যা ও ভিত্তিহীন। বরং প্রকৃত সত্য হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল কেন্দ্রের সভাপতির দাবি করার পাশাপাশি কেন্দ্র থেকে মোটা অংকের উৎকোচ দাবি করেন। তাকে ধাওয়া বা নাজেহাল করেন মর্মে প্রকাশিত বক্তব্য আদৌ সত্য নহে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও বেআইনিভাবে বহিরাগত ব্যক্তিকে পরীক্ষা কক্ষ পরিদর্শন করিয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই আইন ভঙ্গ করেছেন। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ইতঃপূর্বে এইচএসসি পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার বোঝাবার চেষ্টা করেছেন- তিনি (মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা) কেন্দ্রের সভাপতি নন। সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় উপসচিব পদমর্যদার একজন কর্মকর্তা। তিনি সচিব পদমর্যাদার হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের সভাপতি হতে পারেন না। সরকারের এধরনের কোনো পরিপত্র নেই।

সাংবাদিক সম্মেলনে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহী মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক ইসমাইল হোসেন, প্রভাষক খালেকুজ্জামান সাবু, প্রভাষক আব্দুর রশিদ, প্রভাষক জামালউদ্দিন বিশ্বাস, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, প্রভাষক মফিজুর রহমান, প্রভাষক আলীমুদ্দিন শেখ, প্রদর্শক হাসানুজ্জামান প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।