জীবননগরের উথলীতে করিমন উল্টেমহিলার মৃত্যু

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী আমতলা নামক স্থানে শ্যালোইঞ্জিন চালিত একটি করিমন উল্টে এক মহিলার মৃত্যু হয়েছে।এ ঘটনায় অজ্ঞাত আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার বেলা ১টার দিকে শ্যালোইঞ্জিন চালিত একটি করিমন জীবননগরে যাচ্ছিলো। করিমনটি উথলী আমতলা নামক স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এ ঘটনায় করিমনআরোহী জীনবনগর উপজেলার কয়া গ্রামের তারাপদ মণ্ডলের স্ত্রী কাকলীর (৬০) মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, অসুস্থ কাকলী বাগুয়ান গ্রাম থেকে কবিরাজ দেখিয়ে করিমনযোগে বাড়ি ফিরছিলেন।