ডাকবাংলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পোতাহাটি পাউয়ারের অদূরে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যানআরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক। গতরাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানআরোহী ঝিনাইদহ জেলা সদরের ডাকবাংলা মাগুরাপাড়ার আব্দুল আজিজ (৪০)। তিনি উজির আলীর ছেলে। আহত ভ্যানচালক সাধুহাটির রুহুলকে ঝিনাইদহ হাসপাতালে নেয়া হয়েছে। তার পা গুঁড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত আজিজের মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়।
জানা গেছে, ঝিনাইদহ জেলা সদরের ডাকবাংলা মাগুরাপাড়ার আব্দুল আজিজ ভ্যানযোগে ফিরছিলো। একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে ভ্যানের ওপর উঠে পড়ে। ভ্যানআরোহী আজিজ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ভ্যানচালক রহুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।