ঘুমিয়ে বিতর্কিত হলেন রাহুল!

 

 

মাথাভাঙ্গা মনিটর: নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে ঘুমিয়ে পড়েছিলেন ভারতীয় কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল বুধবারের এ ঘটনায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।ক্ষমতাসীনবিজেপি অভিযোগ তুলেছে, লোকসভায় বাজেট অধিবেশনে দ্রব্যমূল্যের উর্ধগতিসংক্রান্ত বিতর্ক চলাকালে রাহুল গান্ধী ঘুমিয়ে পড়েছিলেন।বিজেপিনেতা শাহনেওয়াজ হুসেইন টুইটারে রাহুল গান্ধীর ঘুমানোর ছবি পোস্ট করে দাবিকরেছেন, গত ১০ বছর দেশের শাসন ক্ষমতায় থাকাকালে কংগ্রেস এই কাজটিই করেছে।এ অবস্থায় কংগ্রেস এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেছে।এদিকেরাহুল গান্ধীর ঘুমানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কংগ্রেসনেতা রাজিব শুক্লা বলেন, লোকসভায় আমার দীর্ঘসময়ে আমি অনেক সদস্যকে এইঅবস্থায় দেখেছি। অনেক সময় লোকজন বিতর্ক মনোযোগ দিয়ে শোনার জন্য চোখ বন্ধকরে রাখেন। রাহুলের বিষয়টিও নিশ্চয় এমন কিছু ছিলো।
তবে কয়েকজনসংবাদকর্মীও এ যুক্তিকে সমর্থন করেছেন। তাদের বক্তব্য হলো, রাহুল গান্ধীরচোখ বন্ধ ছিলো না। সম্ভবত ডান দিকে কিছু একটা রাহুল গান্ধীর নজর কেড়েছিলো।বুধবার বেলা ১২টা ৩৩ মিনিটে লোকসভার টিভি ক্যামেরার ফুটেজে রাহুল গান্ধীকে দেখে মনে হয়েছে তিনি ঘুমাচ্ছেন।এসময় তার মাথা ডানদিকে কাত হয়েছিলো। এর আগে তাকে হাই তুলতেও দেখা গেছে।বিষয়টিটিভি ক্যামেরায় ধরা পড়ার কারণ, লোকসভায় মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়েওই সময় কথা বলছিলেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা পি করুনাকরণ। আর তারঠিক পেছনেই ছিলেন রাহুল।

Leave a comment