৫ দিনেও খোঁজ মেলেনি আলমডাঙ্গায় দুলাভাই বাড়ি বেড়াতে আসা অনার্সপড়ুয়া যুবকের

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দুলাভাইয়ের বাড়ি বেড়াতে এসে নিখোঁজ দৌলতপুর উপজেলার মালিপাড়ার অনার্সপড়ুয়া যুবক যাদুর ৫ দিনেও হদিস মেলেনি। পরিবারের আশঙ্কা, পার্শ্ববর্তী ঝুটিয়াডাঙ্গার চিহ্নিত একটি চরমপন্থি গ্রুপ তাকে অপহরণ করেছে।

জানাগেছে, দৌলতপুর উপজেলার মালিপাড়া গ্রামের আজগর আলীর বিএ অনার্স পড়ুয়া ছেলে আশাউর হক যাদু গত ২ জুলাই দুলাভাই বাড়ি আলমডাঙ্গা শহরে আসার জন্য বাড়ি থেকে বের হয়।পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।আলমডাঙ্গাস্থ দুলাভাই বাড়িতেও সে পৌঁছায়নি।গত ২ জুলাই নিখোঁজের পর থেকে আজোবধি আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার পরিবার আশঙ্কা করছে, পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গার চিহ্নিত একটি চরমপন্থি গ্রুপ তাকে অপহরণ করেছে।

Leave a comment