Untitled

 

কুষ্টিয়ার ভেড়ামারায় বৃষ্টিতে খেলার সময় বজ্রপাতে দু শিশুর করুণ মৃত্যুস্টাফ রিপোর্টার: বৃস্টিতেভিজে খেলায় মেতে উঠেছিলো ওরা। বর্ষার বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। অবুঝশিশুদের আনন্দ মাটি করে দিয়ে প্রাণ সংহার করলো বজ্রপাত। ঘটনাটি ঘটেছে জেলারভেড়ামারা উপজেলার এক গ্রামে।
গতকাল শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাড়িরপার্শ্বে খেলতে গিয়ে সায়েম (৮) ও ইমনা (১০) নামে বজ্রপাতে দু শিশুর করুণমৃত্যু হয়েছে। এসময় তাদের খেলার সাথী আরো তিনজন আহত হয়েছে। এ ঘটনার পরএলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, দুপুরে বৃষ্টির সময় শিশুরা বাড়িরপাশে খেলা করছিলো। এ সময় বজ্রপাত হলে সায়েম ও ইমনা ঘটনাস্থলেই মারা যায়।আহতাবস্থায় নাগর, শাহেদ ও জ্যামিকে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়। এদেরমধ্যে জ্যামির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

Leave a comment